আওয়ামী লীগের দু’পক্ষের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজশাহীর গোদাগাড়ীর মাদারপুর চরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই স্থানে এ ধারা বলবৎ থাকবে। শনিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ এ নির্দেশ দেন।
এফএ/জেআইএম