আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ।রাকিব নয়টি খেলায় ৮.৫ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন। অন্যদিকে, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ৮ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছেন। সাত পয়েন্ট করে নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল-সাইফ তৃতীয় হয়েছেন। আজ শনিবার নবম ও শেষ রাউন্ডের খেলায় রাকিব ইমনের সঙ্গে এবং উতেন মাহতাবের সঙ্গে ড্র করেন। উল্লেখ্য, এবছর নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ১৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।এসআইএস/আরআইপি