রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম ইয়াছিন নুর (৩২)। তিনি একজন পুস্তক ব্যবসায়ী। মঙ্গলবার সকালের দিকে শহরের রিজার্ভবাজার জামে মসজিদ ঘাটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ইয়াসিন নুর সকাল ১১টার দিকে তার দোকানের পাশে কাপ্তাই হ্রদে মসজিদ ঘাটে গোসল করতে যান। পরে ফিরতে দেরি হওয়ায় খোঁজ নিতে ঘাটে গিয়ে দেখা যায়, তার কাপড় পড়ে আছে। তাতে তিনি পানিতে তলিয়ে যান বলে ধারণা হয়।
বিষয়টি জানানো হলে স্থানীয় দমকল বাহিনী গিয়ে দুপুরের দিকে হ্রদ থেকে ইয়াসিন নুরের মৃতদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
ইয়াছিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানান তার স্বজনরা। মৃতের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গায়।
সুশীল প্রসাদ চাকমা/এএম/আইআই