শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রব মুন্সীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে শরীয়তপুর জেলা শিক্ষক সমিতি ও স্থানীয় আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী শহরের আদালত এলাকায় এক ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি মিছিল বের করে তারা। পরে মিছিল শেষে জেলা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা শিক্ষক সমিতি। স্থানীয় আওয়ামী লীগ মিছিল শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। বক্তারা দুদকের দায়ের করা মামলাকে যড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোবারক আলী সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তোতা মাঝি, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইকবাল হোসেন অপু, সহ-সম্পাদক মানিক ব্যানার্জী, জাজিরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক কবিরাজ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রতন, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক পাহাড়, শ্রমিক লীগ নেতা বাচ্চু বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।মো. ছগির হোসেন/এসএস/এমএস