দেশজুড়ে

পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

পঞ্চগড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে পাক হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে বুধবার সার্কিট হাউস চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসনের আয়োজনে র্যালিসহ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, জেলা মুক্তিযোদ্ধা কম্প্লেক্সে দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক অমলকৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মদ, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, এটুআই প্রকল্প কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল।

১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে পিছু হটে পাক হানাদার। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ১৭ দিন আগে বাংলাদেশের প্রথম এলাকা হিসেবে মুক্ত হয় পঞ্চগড়। উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

সফিকুল আলম/এফএ/আইআই