দেশজুড়ে

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন পরিষদের সদস্য আকমল হোসেনকে (৫০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুশোবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদুল হক জানান, ফুরসুন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক ও সাবেক চেয়ারম্যান শহিদ শিকদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মালেক চেয়াম্যান গ্রুপের ইউপি সদস্য আকমাল হোসেন কুশোবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং লাটিপেটা করে তার হাত-পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস