দেশজুড়ে

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম ও সৈয়দ সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আসিফ শাহবাজকে যুগ্ম সাধারণ সম্পাদক করে তিন সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন এ কমিটি ঘোষণা করা হলো।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম