নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় থানা পুলিশের ওসিসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাত সর্দার সাখাওয়াত হোসেনকে (জামাই সোহেল) গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ আটক করেছে। এছাড়া একটি দেশি এলজি, দুই রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা ও ২টি কিরিচ উদ্ধার করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের (ওসি-তদন্ত) মো. রবিউল হক, এএসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল মো. খোরশেদ আলম। আহত পুলিশ সদস্যদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি সৈয়দ মোহাম্মদ ফজলে রাব্বী জানান, ডাকাত সাখাওয়াত হোসেন সোহেলের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ১৩টি গ্রেফতারি পরোয়ানা ও ৩টি মামলা তদন্তাধীন।
এএম/জেআইএম