টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সৌরবিদ্যুতে জ্বলছে সড়কবাতি। এতে আলোকিত হয়েছে পুরো এলাকা। এ নিয়ে স্বস্তি ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎবঞ্চিত বাড়ি, প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বেড়েছে। তবে রাস্তাঘাট অন্ধকারাচ্ছন্ন থাকায় এবার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে সৌরবিদ্যুতের মাধ্যমে সড়কবাতি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এটিকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
দিনের বেলায় বাতিগুলো নিভে গিয়ে রাতে অটোমেটিক বাতিগুলো জ্বলে ওঠে। উপজেলার লোকজন বলছেন, আগে ছিল আন্ধার (অন্ধকার)। এখন ফকফকা আলো।
উপজেলার প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনের স্থানসহ ১৫৩টি পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের সোলার প্যানেলে এসব বাতি বসানো হয়েছে। প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকারে উপজেলার গ্রামীণ সড়কেও সৌরবিদ্যুৎ আলো দিচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের টিআরকাবিটা প্রকল্পের আওতায় সৌরবিদ্যুতের বাতি জ্বলছে এ সড়কে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমীন বলেন, সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারীর পরামর্শে টিআরকাবিটা প্রকল্পের আওতায় উপজেলার ১৫৩টি পয়েন্টে সৌরবিদ্যুতের স্ট্রিট লাইট স্থাপন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সড়কবাতি স্থাপনে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
এরই আলোকে সৌরবিদ্যুতের মাধ্যমে সড়কবাতি বসানো হয়েছে। প্রধানমন্ত্রী সারাদেশে আলো জ্বালিয়ে যাচ্ছেন। সারাবিশ্বের তৃতীয় সৎ রাজনীতিক হিসেবে স্বীকৃতি পেয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া এ সৌরবিদ্যুতের মাধ্যমে সড়কবাতিগুলো গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলের সুবিধাসহ অন্ধকারে অপরাধ প্রবণতা রোধে বিশেষ ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/আইআই