রাজনীতি

জরুরী বৈঠক ডেকেছেন খালেদা

দলের সিনিয়র নেতাদেরকে নিয়ে জরুরী বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ৮ জুলাই সৌদি বাদশার আমন্ত্রণে ওমরা পালন করতে যাবেন খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে দল পরিচালনার বিভিন্ন কৌশল নির্ধারণ করা হবে এ বৈঠকে।  এছাড়া ঈদের পর সরকার বিরোধী আন্দোলনর কৌশল এই বৈঠক থেকেই নির্ধারণ করা হতে পারে বলে অপর একটি সূত্র জানিয়েছে। এমএম/এএইচ/এমএস