নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে কলেজছাত্রী জান্নাত আহম্মেদ আনিসা নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল ১১টায় জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। পরে তারা জান্নাত আহম্মেদ আনিসার ঘাতক পিকআপ চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
গত ৩০ নভেম্বর সকালে মহিলা কলেজের ছাত্রী জান্নাত আহম্মেদ আনিসা অটোরিকশাযোগে প্রাইভেট পড়তে মাইজদী কোর্ট থেকে মাইজদী বাজারের দিকে যাচ্ছিলেন।
মাইজদী-সোনাপুর প্রধান সড়কের মর্ডান হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্রী মারা যান এবং অপর ছাত্রী ও ইজিবাইকের চালক গুরুতর আহত হন।
মিজানুর রহমান/এএম/আইআই