পিরোজপুর-খুলনা মহাসড়কের বলেশ্বর সেতুর পশ্চিম পাড়ে খুলনাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তৌহিদুর রহমান (৫০) নামে একজন নিহত হয়েছেন। এসময় চালকসহ আরো ৪ জন আহত হন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন- চালক খায়রুল (২৫), নারগিস (৪০), জাবেদ (৭) ও রুবাইয়া (৫)।
সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ জানান, মাইক্রোবাসটি কুয়াকাটা থেকে খুলনায় যাচ্ছিল।
হাসান মামুন/এফএ/জেআইএম