যশোরের বেনাপোল বন্দর দিয়ে পাচারকালে ১৭টি স্বর্ণের বারসহ তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সোমবার বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে কাস্টমস শুল্ক গোয়েন্দা অধিদফতরের সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন- কলকাতার পশ্চিমবঙ্গের গৌরীশারাইল গ্রামের ধীরেন নাথ সরকারের ছেলে ধীমান সরকার (৪৫), উত্তর ২৪পরগনার বড়নগর গ্রামের ধীরেন্দ্র সিংহের ছেলে নিতীশ সিংহ (৩০) ও হুগলি জেলার চন্দননগর থানার মালোপাড়া এলাকার বীরজুলাল সাহার ছেলে মহেশ লাল সাহা (৩২)। তাদের ভারতীয় পাসপোর্ট নম্বর যথাক্রমে জেড-৪০৩৬৮০০, জেড-৩৯৯০২৩৩ এবং জেড-৩৬৮১০১৫।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান, তিনজন ভারতীয় নাগরিক সোনার একটি চালান নিয়ে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের প্রস্তুতি নিয়েছে- এমন সংবাদের সূত্র ধরে ওই তিনজনকে ভারতে প্রবেশেকালে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশি করে তাদের জামার কলার ও প্যান্টের মধ্যে কোমরে কৌশলে লুকিয়ে রাখা ১৭টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক স্বর্ণের আনুমানিক ওজন ৯০০ গ্রাম। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা। আটকদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
দুই দিন আগে বেনাপোল চেকপোস্ট থেকে স্বর্ণের বারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছিল কর্তৃপক্ষ।
মিলন রহমান/আরএআর/আরআইপি