রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও ২২ গ্রাম হেরোইনসহ ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রোববার রাতে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। র্যাব-৫ এর মিডিয়া সেলের সহকারী এএসপি খালেদা বেগম জাগো নিউজকে জানান, বাগমারা ক্যাম্পের র্যাব সদস্যরা সাদা পোশাকে চারঘাট হলিদাগাছী গ্রামে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী ইসলামকে মাদক বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।শাহরিয়ার অনতু/এআরএ/পিআর