দেশজুড়ে

শীতলক্ষ্যায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সীমানা পিলারের ভেতরের প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার সৈয়দপুরের আলামিন নগর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা বানু শান্তি। এ সময় বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের পরিদর্শক আবু তাহের খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিতে শীতলক্ষ্যার শাখা নদীতে অবৈধভাবে জেটি স্থাপনা করেছিল শারমিন জুট বেলার্স নামের একটি প্রতিষ্ঠান। ওই জেটিটিসহ কয়েকটি জেটিও উচ্ছেদ করা হয়। এ ছাড়াও অবৈধভাবে দখল করা পাকা, সেমি পাকা ও কাঁচা অস্থায়ী স্থাপনাগুলোও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

এদিকে শহরের আলামিননগর এলাকায় নাসিকের সাবেক কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মুন্নার মালিকানাধীন একটি প্লাস্টিকের সুতা তৈরির কারখানার ভেতরে সীমানা পিলার পুনঃস্থাপন করতে গেলে তাতে বাধা দেন সাবেক কাউন্সিলর মুন্না ও তার লোকজন। এ সময় মুন্নার সঙ্গে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের বাকবিতণ্ডায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উভয়পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত হয় দুই পক্ষের যৌথ সার্ভের পরে সীমানা পিলার পুনঃস্থাপন করা হবে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস