দেশজুড়ে

টাঙ্গাইলে দুইশ রাজাকারের বিরুদ্ধে মামলা

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে রাজাকার বাহিনীর আঞ্চলিক কমান্ডার তোফাজ্জল হোসেনসহ অজ্ঞাত ২০০ রাজাকারের বিরুদ্ধে টাঙ্গাইলের একটি আদালতে মামলা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলা পরিচালনাকারী আইনজীবী এস আকবর খান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইনের ৩ এর ২ ধারায় এ মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি গ্রামের শাহজাহান চৌধুরী শুকুর। মামলায় ২০ জনকে সাক্ষী করা হয়েছে। আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম মামলাটি গ্রহণ করে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে প্রেরণ করেছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ১৯৭১ সালের ৭ আগস্ট রাজাকার বাহিনীর আঞ্চলিক কমান্ডার তোফাজ্জল হোসেনসহ অজ্ঞাতনামা রাজাকাররা তাকে বাড়ি থেকে জোরপূর্বক উঠিয়ে টাঙ্গাইল এয়ারপোর্টে স্থাপিত পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে অমানুষিক নির্যাতন করে ডান চোখ চিরতরে অন্ধ করে দেয়া হয়। এছাড়াও তারা মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন এলাকায় বহু বাঙালিকে হত্যা, ধর্ষণ ও নির্যাতন করে এবং বাড়িঘরে লুটপাট ও অগ্নি সংযোগ করে।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি