রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে তিনটি অনুমোদনহীন পলিথিন কারখানাকে সিলগালা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে বংশাল ও আরমানিটোলায় এই অভিযান চালানো হয়।প্রতিষ্ঠানগুলো হচ্ছে শিহাব প্রিন্টিং অ্যান্ড প্রেস, মক্কা প্রিন্টিং অ্যান্ড প্রেস ও মীম প্রিন্টিং অ্যান্ড প্রেস। সিলগালার পাশাপাশি ৫০ হাজার করে তাদের নগদ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।র্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানান, সরকারিভাবে পলিথিন উৎপাদন এবং বাজারজাত নিষিদ্ধ। কিন্তু প্রতিষ্ঠান তিনটি সরকারি নিষেধাজ্ঞা না মেনে পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিল। তাই পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারায় তাদের জরিমানা ও সিলগালা করা হয়েছে।এআর/এসএইচএস/আরআই