বিনোদন

বিরাট সংবর্ধনায় মোশাররফ করিম

যুগে যুগে প্রেমিকেরা তার প্রেমিকার মন পেতে কতো কিছুই না করে দেখিয়েছে। তাই বলে সংবর্ধনার আয়্জেন! ঠিক তাই করে দেখালেন জনপ্রিয় টিভি অভিনেতা মোশররফ করিম। সদ্য নির্মিত ‘একটি বিরাট সংবর্ধনা’ নামের নাটকে এমনই এক প্রেমিকের চরিত্রে দেখা যাবে তাকে।নাটকে প্রেমিকার জন্য গান শিখেন মোশাররফ করিম। টিভি রিয়েলিটি শো উটমার্কা বল সাবান গানের রাজা প্রতিযোগিতার ১৭ নম্বর স্থানও অধিকার করেন। তবুও প্রেমিকার মন জয় করতে পারেন না। তাই ব্যতিক্রমী ভাবনা আসে মাথায়। সেটি হলো প্রেমিকার মন জয় করতে তার সামনে নিজেকে বিরাট ব্যক্তি হিসেবে প্রমাণ করা। এমনই এক কাহিনী নিয়ে আরটিভির ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘একটি বিরাট সংবর্ধনা’।সাগর জাহানের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, এস এম মহসিন, মিলন ভট্র, তারিক স্বপন প্রমুখ।এলএ