দেশজুড়ে

নাটোরে পূজা উদযাপন পরিষদের নেতাকে কুপিয়ে জখম

নাটোরের হালসা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন মণ্ডলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার হালসা বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নাটোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত নিরঞ্জন মণ্ডলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

আহত নিরঞ্জন মণ্ডল একই এলাকার ঝড়ু মণ্ডলের ছেলে। এদিকে ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন রায়, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার আহ্বায়ক দেবাশীষ কুমার সরকার প্রমুখ তাকে দেখতে হাসপাতালে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিরঞ্জন মণ্ডল হালসা বাজারের একটি চায়ের স্টলে বসে চা পান করছিলেন। এ সময় নয়ন বাদ্যকার নামে এক ব্যক্তিসহ কয়েকজন সেখানে গিয়ে পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম