বিনোদন

সালমানের পাত্রী দেখছেন তার মা

রোববার রাত পেরোলেই শাহিদ কাপুরের বিয়ে। কিন্তু শাহিদের কয়েক প্রজন্ম আগের সুপারস্টার সালমান খান যে এখনো ব্যাচেলরই রয়ে গেলেন। শাহিদের বিয়ের ডামাডোলেই সম্প্রতি সালমান খানের মা সালমা খান ভারতের একটি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সালমানের জন্য বউ চাই। ওর বিয়ে দেওয়াটা আমার জন্য এখন জরুরি হয়ে পড়ছে।সালমানের মা আরো বলেন, সালমানের অপেক্ষায় ছিলাম যে ও হয়তো নিজেই বিয়ের উদ্যোগ নেবে। কিন্তু না, এখন দেখছি উদ্যোগটি আমাদেরই নিতে হবে।এদিকে কানাঘুষোয় শোনা যাচ্ছে, এরইমধ্যে সালমান খানের মা গয়না কেনাও শুরু করেছেন।৪৯ বছর বয়সী ‘সাল্লু’ কিছুদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন, ভালোবাসার বিয়ে নয়, ফ্যামিলি বিয়ে তার পছন্দ। তবে মেয়ের পক্ষ থেকে প্রস্তাবটি আসলে খুব ভালো হয়।এই দুই বক্তব্য থেকেই দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন অনেকে। জোর গুজব শিগগিরই বাজতে যাচ্ছে সালমানের বিয়ের সানাই।এর আগে বলিউডের অনেক নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সালমান খান। ঐশ্বরিয়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ এমনকি কিছুদিন আগে সোনাক্ষি সিনহা এবং জ্যাকলিনের নামও জড়িয়েছে সালমানের সঙ্গে।এসআরজে