বিনোদন

দিনমজুর তিশা!

অভিনয়টাকে তিনি পেশা হিসেবে নিয়েছেন মন থেকেই। তাই পেশাদারি মনোভাবের বিন্দু পরিমাণও ঘাটতি নেই জনপ্রিয় টিভি অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশার। নিজেকে দর্শকদের কাছে ভিন্ন মাত্রায় উপস্থাপন করতে জুড়ি নেই তার। এই তিশাই কলেজ পড়ুয়া একরোখা প্রেমিকা, এই তিশাই আরমান ভাই কিংবা সিকান্দার বক্সের কলিজার টুকরা সুগৃহিনী স্ত্রী, এই তিশাই এবার হাজির হচ্ছেন ইটভাটায় দিনমজুরের চরিত্রে। ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে খন্ড নাটক ‘শেফালি’। এখানে তিশাকে দেখা যাবে নাম ভূমিকায়; যিনি ইটে ভেঙে সংসার চালান। তার আবাস ইটভাটার এক কোনে জোড়াতালি দিয়ে এক টুকরো ঘরে।সুমন আনোয়ারের পরিচালনায় এ নাটকের দৃশ্যধারণ শুরু হয়েছে গেল সোমবার থেকে। একটানা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।নির্মাতা জানালেন, নাটকের গল্পে দেখা যাবে শেফালি গ্রামের মেয়ে। মা-বাবাকে নিয়ে চলে এসেছে শহরের বুকে। শহর ঠিক নয়, শহরতলী। সাভার এলাকায় একটি ইটভাটার শ্রমিক সে এখন। তবে ম্যানেজারের প্রেমের ফাঁদে সে ঠিকই পড়বে, বিয়েও করবে। বিয়ের পর জানাজানি হবে, লোকটি বিবাহিত। এমনকি সন্তানেরও বাবা! একসময় মেয়েটির ওপর নির্যাতন নেমে আসবে। এভাবেই হৃদয় নাড়া দেয়া কাহিনী নিয়ে এগিয়ে যাবে শেফালির পরিণতি। এবারের ঈদে বৈশাখী টিভিতে‘শেফালি’ নাটকটি প্রচার হবে।এলএ/এমএস