দেশজুড়ে

লক্ষ্মীপুরে এনজিওর প্রতারণা : টাকা চাইলে হামলা

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে কেয়ারফুল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক আবদুল কুদ্দুছের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। কুদ্দুছের কাছে ফজলুল রহমান নামের এক গ্রাহক টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়। এ ঘটনায় গত শনিবার লক্ষ্মীপুর সদর থানায় কুদ্দুছ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।পুলিশ ও ক্ষতিগ্রস্থ লোকজন জানান, উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আবদুল কুদ্দুছ কয়েক বছর আগে দালাল বাজারে একটি অফিস ভাড়া নিয়ে কেয়ারফুল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রম শুরু করেন। অধিক লাভের আশা দেখিয়ে তিনি শতাধিক গ্রাহক সংগ্রহ করেন। সম্প্রতি গ্রাহক স্থানীয় ব্যবসায়ী মো. মিঠু, আজাদ হোসেন ও স্বপনসহ অর্ধশতাধিক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে পাল্টিপারপাসের কার্যক্রম বন্ধ করে দেন। গত শুক্রবার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ফজলুর রহমান পাওনা ৫০ হাজার টাকা চাইতে কুদ্দুছের বাড়ির সামনে যান। এসময় কুদ্দুছ ও তার সহযোগীরা ফজলুর রহমানকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ফজলুল রহমান জাগো নিউজকে বলেন, কুদ্দুছ চিহ্নিত প্রতারক। তিনি মাল্টিপারপাসের নামে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন। পাওনা টাকা চাইতে গেলে উল্টো আমার ওপর হামলা করেন।এ ব্যাপারে আবদুল কুদ্দুছের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের এক সদস্য জাগো নিউজকে বলেন, গ্রাহকদের পাওনা টাকা ফেরত দেয়া হয়েছে।জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফসার উদ্দিন রুবেল জাগো নিউজকে বলেন, ঘটনাটির তদন্ত চলছে। মামলার আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।কাজল কায়েস/এমজেড/পিআর