দেশজুড়ে

খুলনায় ৩ চোরাই মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ ১ জন গ্রেফতার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ চোরাই একটি প্রাইভেটকার এবং তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এসময় চক্রের সিন্ডিকেটের সদস্য মো. রাজুকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত তিনটার দিকে নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান মিঠু জাগো নিউজকে জানান, রাজুর স্বীকারোক্তি অনুযায়ী সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে চোরাই তিনটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেটকার উদ্ধার হয়। রাজুকে খুলনার সোনাডাঙ্গা থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আলমগীর হান্নান/এমজেড/এমএস