স্বাধীনতার ৪৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে থাকা ১২টি সীমান্ত পিলারের ভুল সংশোধন করা হয়েছে। বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বুধবার সীমান্ত পিলারগুলোয় থাকা পাকিস্তানের নাম কেটে বাংলাদেশ করা হয়েছে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পর বাংলাদেশের অন্যান্য সীমান্তের মতো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পিলারগুলোতে ‘পাকিস্তান’ কেটে বাংলাদেশ করা হয়। কিন্তু ভোলাহাট উপজেলার চামুসা, গিলাবাড়ি ও চাঁনশিকারী সীমান্তের ১২টি পিলারে পাকিস্তান লেখা থেকে যায়। বিষয়টি নজরে এলে তা সংশোধনের জন্য তৎপরতা শুরু করে বিজিবি। কিন্তু নানা জটিলতায় দীর্ঘদিনেও সংশোধনের প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, বিষয়টি নিয়ে বিএসএফের কাছে তিনি একাধিকবার চিঠি দেন। অবশেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্মতিতে বুধবার সকাল থেকে সীমান্ত পিলারগুলোর ভুল সংশোধনের কাজ শুরু করে বিজিবি। এদিন ভোলাহাটের চামুসা, গিলাবাড়ি ও চাঁনশিকারী সীমান্তের ১২ পিলারে ‘পাক’ শব্দের পরিবর্তে ‘বাংলা’ শব্দ প্রতিস্থাপন করে বিজিবি সদস্যরা।
এ সময় ভারতের মালদা জেলার ৮২ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে বিরেন্দ্র সিং, জি. কেরকাটা ও অরবিন্দ কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস