দেশজুড়ে

কাপ্তাইয়ে ২ জেএসএস সদস্যকে মারধরের অভিযোগ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালীতে জনসংহতি সমিতির (জেএসএস) ইউনিয়ন কমিটির দুই সদস্যকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার দুপুরের দিকে পৃথকভাবে এ ঘটনা ঘটে। ঘটনার জন্য আওয়ামী লীগের কর্মীদের দায়ী করা হয়েছে। সংগঠনের কাপ্তাই থানা কমিটির সহ-সভাপতি জন চাকমা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মারধরের শিকার দুই জেএসএস সদস্য হলেন- রাইখালী ইউনিয়ন কমিটির সদস্য উষামং মারমা (৩৮) ও সাংগঠনিক সম্পাদক কংহ্লাঅং মারমা (৪০)। বিজ্ঞপ্তিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এতে অভিযোগ করে বলা হয়, ওই সময় স্থানীয় ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানের নেতৃত্বে বাড়ি থেকে তুলে নিয়ে অমানুষিকভাবে মারধর করে দুর্বৃত্তরা।

ঘটনার বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে মারাত্মক আহত অবস্থায় ঊষামং মারমাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশনারি হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে রাইখালী বাজারে গেলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল দুর্বৃত্ত কংহ্লামং মারমাকে বেদম মারধর করে। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে বড়ইছড়ি হাসপাতালে ভর্তি করান।

সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম