সদ্য সমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ বাড়লেও নিট বিনিয়োগ কমেছে এক হাজার কোটি টাকা। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষকদের মতে, চলতি বছরের শুরুতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাজুক ছিল তাই বিদেশিরা স্বাভাবিকভাবেই দেশে বিনিয়োগকে ঝূঁকিপূর্ণ মনে করছে, একই সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা কারণে বিদেশিরা দীর্ঘ মেয়াদি বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে শেয়ার বিক্রি বাড়লেও সেইভাবে বাড়েনি কেনার পরিমাণ। যার কারণে নিট বিদেশি বিনিয়োগ কমেছে।তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে শেষে নিট বিনিয়োগের অবস্থান এক হাজার ২৯৯ কোটি ৮৩ লক্ষ ৫৩ হাজার ৩৮৫ টাকা। যা গত ২০১৩-১৪ অর্থবছরে ছিল দুই হাজার ৪৯৩ কোটি ৬৭ লক্ষ ৪০ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট বিনিয়োগ কমেছে এক হাজার ১৯৩ হাজার ৮৩ লাখ ৮৭ হাজার ৪৫২ টাকা।নিট বিদেশি বিনিয়োগ কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। ২০১৪-১৫ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ৯৯১ কোটি ২৯ লক্ষ ৯৮ হাজার ৯২৫ টাকা। যা গত ২০১৩-১৪ অর্থবছরে চেয়ে এক হাজার ৯০২ কোটি টাকা বেশি। ২০১৩-১৪ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল পাঁচ হাজার ৮৯ কোটি ৫৯ লক্ষ ৮ হাজার ৬০ টাকা।২০১৪-১৫ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের ছয় হাজার ৯৯১ কোটি ২৯ লক্ষ ৯৮ হাজার ৯২৫ টাকা মোট লেনদেনের মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল চার হাজার ১৪৫ কোটি ৫৬ লক্ষ ৭৬ হাজার ১৫৫ টাকা, বিক্রয়ের পরিমাণ ছিল দুই হাজার ৮৪৫ কোটি ৭৩ লক্ষ ২২ হাজার ৭৬৯ টাকা এবং নিট অবস্থান এক হাজার ২৯৯ কোটি ৮৩ লক্ষ ৫৩ হাজার ৩৮৫ টাকা।অপর দিকে ২০১৩-১৪ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল পাঁচ হাজার ৮৯ কোটি ৫৯ লক্ষ ৮ হাজার ৬০ টাকা। এর মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল তিন হাজার ৭৯১ কোটি ৬৩ লক্ষ ২৪ হাজার ৪৪৯ টাকা, বিক্রয়ের পরিমাণ ছিল এক হাজার ২৯৭ কোটি ৯৫ লক্ষ ৮৩ হাজার ৬১১ টাকা এবং নিট অবস্থান ছিল দুই হাজার ৪৯৩ কোটি ৬৭ লক্ষ ৪০ হাজার ৮৩৭ টাকা।এসআই/বিএ/আরআই