দেশজুড়ে

বরিশালে কোটি টাকার টেন্ডারে ছাত্রলীগের বাধা

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের বাধায় প্রায় কোটি টাকার কাজের দরপত্রে অংশ নিতে পারেননি সাধারণ ঠিকাদাররা। মঙ্গলবার দরপত্র জমা দেয়ার শেষ দিন ছাত্রলীগ কর্মীরা পলিটেকনিক কলেজের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান নেয়।পলিটেকনিক কলেজ সূত্রে জানা যায়, ৫০টি কম্পিউটার, ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সেটিংসহ বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়ের জন্য গত ১০ জুন ৯০ লাখ টাকার দরপত্র আহ্বান করে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল। কিন্ত পছন্দের এক ঠিকদারকে কাজটি পাইয়ে দিতে জেলা ছাত্রলীগ কর্মীরা সকাল থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।অধ্যক্ষ প্রকৌশলী ড. নুরুল ইসলাম জানান, প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা লাগানোর খবর পেয়ে তিনি সেখানে যান। তালা লাগানোর কারণ জানতে চাইলে উপস্থিত কয়েকজন তরুণ তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। মান-সম্মানের ভয়ে তিনি সেখান থেকে চলে আসেন।কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পলিটেকনিক কলেজে টেন্ডার নিয়ে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলেন। তবে সেখানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সাইফ আমীন/এসএস/আরআই