রাজধানীর শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক পথচারীর (৫০) মৃত্যু হয়েছে। একই ঘটনায় নারীসহ আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, আমেনা বেগম (৫০) , বাস চালক নওয়াব আলী (৫০) এবং তার সহকারী জয়নুল আবেদীন (৩০)। মঙ্গলবার বিকেল পৌঁনে চারটার দিকে শাহবাগ মোড়ে ঢাকা পরিবহনের গাজীপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে উঠে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রাজধানীর মৎসভবন থেকে ঢাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি শাহবাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে উঠে যায়। এ সময় বাসের ধাক্কায় সেখানে থাকা ভিক্ষুক ও ওই পথচারী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৫০ বছর বয়সী ওই পথচারীকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাস্পের এএসআই সেন্টু চন্দ্র দাস বলেন, এই ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে শাহবাগ থানায় রাখা হয়েছে এবং আহত বাসচালক ও তার সহকারীকে ঢামেকে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসকেডি/আরআইপি