খেলাধুলা

ক্রিকেট বল প্রাণ নিল আরেক ক্রিকেটারের

খেলার সময় ক্রিকেট বলের আঘাতে প্রাণ গেল ২৪ বছর বয়সী তামিল-ব্রিটিশ ক্রিকেটার বাভালান পট্টনাথনের। মঙ্গলবার ব্রিটেনের সারেতে ব্রিটিশ তামিল লিগের খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। ম্যানিপাই’র হয়ে খেলার সময় একটি পুল শট মিস করলে বলটি সজোরে বুকে আঘাত করে এই তরুণ ক্রিকেটারের বুকে। আহত পট্টনাথনকে সাথে সাথেই এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী বাভালানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, এ এক অপূরণীয় ক্ষতি।গত নভেম্বরেই বলের আঘাতে প্রাণ হারান অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ।এসআরজে