নোয়াখালীর সেনবাগে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড় ৫টার দিকে সেনবাগ-ছাত্তারপাইয়া সড়কের মোল্লাপাড়া পাকা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পারভেজ ও রাজু। তাদের গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলার বিজয়নগরে। তবে আহত ব্যক্তির নাম জানা যায়নি।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
মিজানুর রহমান/আরএআর/জেআইএম