এক বেকারি শ্রমিককে ছাটাই করায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। এতে কারখানার উৎপাদন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন বেকারি মালিকরা। শনিবার সন্ধ্যা থেকে এ ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বেকারি শ্রমিক ইউনিয়ন।
বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান পঙ্কু বলেন, ঝালকাঠি বেকারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রহিম লঞ্চঘাট এলাকার সততা বেকারিতে দীর্ঘদিন ধরে কাজ করতো। তাকে কোনো প্রকার নোটিস ছাড়া শুক্রবার ছাটাই করা হয়েছে। তাই পুনরায় তার নিয়োগের দাবিতে অনির্দিষ্ট ধর্মঘট ডাকা হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়নের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুনরায় নিয়োগ না দেয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
এদিকে ঝালকাঠি বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কায়েদ বেকারির সত্ত্বাধীকারী মো. মিজানুর রহমান জানান, লঞ্চঘাট এলাকার মেসার্স সততা বেকারিতে কাজ করেন শ্রমিক নেতা আব্দুর রহিম। অতিরিক্ত শ্রমিক হওয়ায় ছাটাইয়ের জন্য তাকে কয়েক মাস আগে থেকে বলা হচ্ছে। তিনি কোনো কর্ণপাত না করায় সর্বশেষ ২ সপ্তাহের সময় বেধে দেয়া হয়। ২ সপ্তাহ অতিক্রম হলে আরো ১ সপ্তাহ সময় চেয়ে নেন রহিম। ওই সময় শেষ হলে তাকে চলে যেতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বেকারি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে ধর্মঘটের ডাক দেয়।
আতিকুর রহমান/এফএ/এমএস