দেশজুড়ে

নাসিরনগর হামলা : আদালত পরিদর্শকের কাছে অভিযোগপত্র জমা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও ঘর-বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়ার আট মামলটার মধ্যে এক মামলার অভিযোগপত্র (চার্জশিট) জেলা আদালত পুলিশের পরিদর্শকের (ইন্সপেক্টর) কাছে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

২২৮ জনকে অভিযুক্ত করে রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শওকত আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মাহবুবুর রহমানের কাছে অভিযোগপত্রটি জমা দেন।

অভিযুক্তদের মধ্যে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান দেওয়ান আতিকুর আঁখি, হাজি বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি নেতা রয়েছেন বলে জানা গেছে।

তবে অভিযোগপত্রটি সোমবার আদালতের বিচারকের কাছে দাখিল করা হবে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান।

তিনি জাগো নিউজকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরমন্দির ভাঙচুর মামলার অভিযোগপত্রটি আমার কাছে জমা দিয়েছেন। কোনো ত্রুটি-বিচ্যুতি অাছে কিনা সেটি যাচাই-বাছাই করে সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হবে।

নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের গৌরমন্দিরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দেন।

প্রসঙ্গত, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার ছবি পোস্টের ঘটনাকে কেন্দ্র করে গেল বছরের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালায় দুষ্কৃতকারীরা। পরে আরও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও করে দুষ্কৃতকারীরা। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক আটটি মামলা করা হয়।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম