বিনোদন

নিহত শিশুর বাবাকেই দায়ি করলেন হেমা

রাজস্থানের দৌসার ১১ নম্বর জাতীয় সড়কে ২ জুলাই রাত ৯টায় গাড়ি দুর্ঘটনায় নিহত শিশু সোনমের বাবাকেই দায়ি করলেন বলিউড অভিনেত্রী ও লোকসভা সদস্য হেমা মালিনী। তিনি বুধবার টুইটারে লিখেন, সোনমের বাবা যদি ট্রাফিক নিয়ম মানতেন তবে নাকি এই দুর্ঘটনা ঘটত না।দুর্ঘটনার পর থেকেই সবাই উম্মুখ হয়েছিলেন প্রিয় অভিনেত্রীর মুখে এ বিষয়ে বিস্তারিত শুনবেন বলে। অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরে মুখ খুললেন ৬৬ বছর বয়সী ‘শোলে’ তারকা হেমা। পরপর দুটি টুইটের প্রথমটিতে তিনি নিহত সোনম ও তার পরিবারের আহত সদস্যদের প্রতি সমবেদনা জানান। আরেক টুইটে তিনি জানান, সোনমের বাবা ট্রাফিক নিয়ম মানলে দুর্ঘটনাটি এড়ানো যেত। বেঁচে যেত ছোট শিশুটি।হেমা আরও জানান, দুর্ঘটনাটি তার চোখ খুলে দিয়েছে। দেখিয়ে দিয়েছে মানুষ তাকে কত ভালোবাসে। একইসঙ্গে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।এলএ/এমআরআই