দেশজুড়ে

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের রামু জোয়ারিয়ানালা হাসপাতাল গেইটের সামনে শ্যামলী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। এতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। নিহতের পরিচয় বিকেল পর্যন্ত জানা যায়নি।

আহতরা হলেন- সবির কান্তি দাশ, কাউছার, ইরফান, আবদুল করিম, আনছিুল হক। আহতদের প্রথমে রামু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারমুখী মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী শ্যামলী বাসের সংঘর্ষে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাস যাত্রী এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/আইআই