কেরাণীগঞ্জের একটি নার্সিংহোমে এক দম্পতি জোড়া কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তাদের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি গ্রামের।
গত ৫ ডিসেম্বর ঢাকার কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকার আদ-দ্বীন প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে জোড়া সন্তান জন্ম দেন মা তাসলিমা আক্তার। জন্মের পরপরই তাদের নাম রাখা হয় ইতি ও সিথি। তাদের মা সুস্থ থাকলেও অসুস্থ যমজ দুই বোন।
ইতি ও সিথির হাত-পা ও মাথা আলাদা আলাদা হলেও পেটের অংশ জোড়া লাগানো। দুই সন্তানের শরীর আবদ্ধ একটি হৃদপিণ্ড, ফুসফুস ও পাকস্থলিতে। যার চিকিৎসা ব্যয়বহুল। আর এই চিকিৎসা খরচ মেটানোর মতো সামর্থ্য নেই এই দম্পতির। জোড়া সন্তানদের আলাদ করার চিকিৎসা নিয়ে এখন দিশেহারা শ্রীনগরের এই দম্পতি।
ইতি ও সিথির বাবা আবুল কালাম জানান, জোড়া সন্তানের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে যোগাযোগ করলে চিকিৎসকরা ওদের সকল রিপোর্ট পরীক্ষা নীরিক্ষা করে জানান, ইতি ও সিথির মাথা, পা ও হাত আলাদা। তবে হার্ট ও লিভার একটি।
তিনি আরও জানান, বিদেশে এ সকল চিকিৎসার জন্য ডোনার থাকে। বৃত্তশালীরা চিকিৎসার জন্য বিভিন্নভাবে সাহায্য করে। আমি আমার যমজ সন্তানদের বাঁচাতে চাই।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/আরআইপি