রাজশাহী নগরীতে কলেজছাত্রী ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণের অভিযোগে কথিত প্রেমিক এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে নগরীর অলোকার মোড় এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কথিত প্রেমিক জয়পুরহাট জেলার সতিঘাটা এলাকার আব্দুল রহিম মোল্লার ছেলে সোহেল রানা ওরফে একরাম (২৫) ও তার সহযোগী জেলার বাগমারা উপজেলার শ্রীপুরের মানু কাজির ছেলে জয়নাল আবেদীন (৩৬)।
এদের মধ্যে জয়নাল আবেদিন বেসরকারি বীমা প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্সুরেন্সের রাজশাহী রিজিওনাল কো-অডিনেটর। এছাড়া প্রতিষ্ঠানটির ইসলামী তাকাফুল বীমা ডিভিশনের রাজশাহীর ইনচার্জ হিসেবেও কর্মরত তিনি।
কথিত প্রেমিক একরাম জয়নাল আবেদিনের পূর্ব পরিচিত। এ সুবাদে তিনি প্রগতি লাইফ ইন্সুরেন্সের রাজশাহী রিজিওনাল অফিসের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি নিউ মার্কেট এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
তার প্রেমিকা নগরীর একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি নগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা। ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ছাত্রীর পরিবার একরামকে সর্তক করেন। এনিয়ে গত আগস্টে স্থানীয় কাউন্সিলর বরাবর অভিযোগ দেয় ছাত্রীর পরিবার। সেখানেও মুচলেকা নেয়া হয় একরামের।
তারপও ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যান তিনি। সম্প্রতি ওই ছাত্রীকে ইন্সুরেন্স অফিসে নিয়ে ধর্ষণ করেন একরাম। এরপর গোপনে ওই ভিডিও ধারণ করেন। পরে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল শুরু করেন। টের পেয়ে গত শনিবার থানায় মামলা দায়ের করে ওই ছাত্রীর পরিবার।
বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। এছাড়া তাদের কাছ থেকে গোপনে ধারণ করা ভিডিও উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় সোমবার দুপুরের তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এমএএস/আইআই