দেশজুড়ে

সিসি ক্যামেরার আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল

ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল। হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে ১৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে সোয়া ৪টায় জেলা সদর হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলাম জানান, সিসি ক্যামেরা স্থাপনের ফলে এখন থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা যথাসময়ে আসা-যাওয়া ও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি-না সেটি মনিটরিং করা যাবে। এছাড়া অবাঞ্ছিত লোকজন হাসপাতালে আনাগোনা করলে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি