দেশজুড়ে

আখাউড়া স্থলবন্দরে ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংক বুথ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এখন থেকে সরকারি ছুটির দিনেও চালু থাকবে সোনালী ব্যাংকের বুথ। ভারত ভ্রমণে যাত্রীদের নির্ধারিত কর পরিশোধের জন্য বুথটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এতে করে দুই দেশের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হতে যাচ্ছে। শিগগিরই নতুন এ নিয়ম কার্যকর হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক বিন্দু ভূষণ বসাক এক চিঠিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানান, শুধুমাত্র রাজস্ব আহরণের স্বার্থে সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটির দিনসহ অন্যান্য দিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনালী ব্যাংকের বুথ খোলা থাকবে।

পরবর্তীতে সোনালী ব্যাংকের জিএম আবুল লায়েছ পাটোয়ারী গত ৪ ডিসেম্বর কুমিল্লার জেনারেল ম্যানেজারের কাছে লেখা এক বিষয়টি অবগত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছুটির দিনে সোনালী ব্যাংকের বুথ খোলা রাখার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে অনুমতি পাওয়া গেছে। আগামী সপ্তাহেই নতুন এ নিয়ম কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গমনের জন্য সব দেশের নাগরিকদেরকে সোনালী ব্যাংকের মাধ্যমে ৫০০ টাকা ভ্রমণ কর দিতে হয়। শুধুমাত্র সরকারি সময়সূচি মেনে ব্যাংকের বুথ খোলা থাকে বলে এর আগে ও পরে যাতায়াতে বিপাকে পড়েন যাত্রীরা।

আজিজুল সঞ্চয়/আরএআর/আইআই