কুয়েতের জেলিব আল সুখেক হাসাবিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে দ্বীন মোহাম্মদ খোকন (৪৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন। বুধবার ভোরে নিজ রুমে তিনি মারা যান। দ্বীন মোহাম্মদ খোকন ফেনীর দাগন ভুইয়া উপজেলার ৬ নং দক্ষিণ আলীপুর নিজাম উদ্দিন মালের বাড়ির মনছুর আহম্মেদের বড় ছেলে।
নিহতের ভাগিনা ইকবাল হাসান মাহমুদ জানান, মামা হাসাবিয়া শাহজালাল হোটেলে কাজ করতেন। বুধবার ফজরের নামাজ পড়ে ঘুমাতে গেলে হৃদরোগে মারা যান।
তিনি বলেন, মামার মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমআরএম/আরআইপি