দেশজুড়ে

দেশ পরিচালনায় আ.লীগ শতভাগ সফল : দীপু মনি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালত ১৫০ বার হাজিরার জন্য তলব করলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে হাজিরা দেন না। অথচ রোহিঙ্গাদের দেখতে টেখনাফ ও উখিয়ায় যান। এতেই বুঝা যায় তিনি আদালতের আদেশ অমান্য করছেন।

বুধবার সন্ধ্যায় নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে বিশাল কর্মী সমাবেশ সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, বিগত সময়ে খালেদা জিয়া বিশ্বের দরবারে বাংলাদেশকে ভিক্ষুক হিসেবে পরিণত করেছিল। এর দুর্নাম দূর করেছে বর্তমান সরকার। বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস, বন্দুক দিয়ে যারা দেশ শাসন করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকার শতভাগ সফল সরকার উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন বিদ্যুতের ঘাটতি কমে এসেছে। অনেক জেলাকে আমরা শতভাগ বিদ্যুতের আওতায় এনেছি। দেশের উন্নয়ন ধারবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে আবারও জয়ী করতে হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সাংসদ লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীপু মনি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, নরসিংদীর মনোহরদী-বেলাব আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিবপুর আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের কর্মী নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।

সঞ্জিত সাহা/এএম/এমএস