ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে টিকিট কেনা-বেচাকে কেন্দ্র করে স্টেশন কর্তৃপক্ষের হামলায় অন্তত ৫ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ সহকারী স্টেশন মাস্টার রেহানুল রহমান ও কুলী সর্দার আলী হোসেনকে আটক করে।
এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুর থেকে ঠাকুরগাঁওয়ের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে দিনাজপুর ও পঞ্চগড়ের।
প্রত্যক্ষর্শী ও পুলিশ জানায়, দুপুরে জেলা জজের নাজির বিল্লাল হোসেন ঢাকায় যাওয়ার জন্য ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে টিকিট কাটতে যায়। এ নিয়ে সহকারী স্টেশন মাস্টার ও কুলীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিল্লাল হোসেনের আরও ৪/৫ জন সহকর্মী স্টেশনে যায়। এ সময় রেল কর্তৃপক্ষ তাদের ওপর হামলা চালায়। এতে ৫ জন যাত্রী আহত হয়।
এ ঘটনায় পুলিশ সহকারী স্টেশন মাস্টারসহ দুইজনকে আটক করে। এদিকে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা কাঞ্চন এক্সপ্রেসটি সিগন্যাল না পেয়ে গন্তব্যস্থলে যেতে পরেনি। ট্রেনটি ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে পড়ে আছে।
অন্যদিকে, ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে কোনো ট্রেনও আসতে পারেনি। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। যেতে পারছেন না গন্তব্যস্থলে। যাত্রীরা দ্রুত এ সংকটের সমাধান চান।
এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ঘটনাটি দ্রুত নিরসনের চেষ্টা করা হচ্ছে।
মো. রবিউল এহসান রিপন/এএম/এমএস