দিনাজপুরে অভিযান চালিয়ে ২১ মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা, ৩৩৯ বোতল ফেনসিডিল, ৫৭৫ গ্রাম গাঁজা, ২৬০ গ্রাম হেরোইন ও ৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় পৃথক ২০টি মামলা করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের ওয়ার্লেস অপারেটর হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এফএ/আইআই