দেশজুড়ে

রাঙ্গামাটিতে অস্ত্র ও গুলি উদ্ধার

রাঙ্গামাটিতে গুলিসহ তিনটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার ভোরে রাঙ্গামাটি সদরের সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। কিন্তু অভিযানের টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড কার্টুজ ও ৯ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে যৌথবাহিনী পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সুশীল প্রসাদ চাকমা/এএম/আরআইপি