আসন্ন ঈদ উপলক্ষে বিমানের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়লেও টিকিট পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষ ঈদে বাড়তি ফ্লাইট চালানোর ঘোষণা দেয়। ঘোষণা দেয়ার দেরি হলেও টিকিট শেষ হতে দেরি হয়নি। অনলাইনে টিকিট কেনার পদ্ধতি চালু থাকার পরও দালালরা এক শ্রেণির অসাধু বিমান কর্মকর্তা কর্মচারীর সহায়তায় টিকিট কালোবাজারি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বিমান কতৃপক্ষ এমন অভিযোগ অস্বিকার করেছে। বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে বিমানের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ানোর খবরের পর গুলশানের ফিরোজ আল হোসাইন অনলাইনে শুক্রবার পর্যন্ত একাটি সিট বুকড করতে পারেননি বলে অভিযোগ করেছেন। বিমানের বনানী অফিসে গিয়েও হোসাইন কোনো টিকিট পাননি বলে জানান।এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা বিক্রয় মহা-ব্যাবস্থাপক আতিক রহমান চিশতি জাগো নিউজকে বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল অভ্যন্তরীণ রুটে ভাড়ার পরিমাণ কমানো হয়েছে। তাই চাপ বেড়েছে। যাত্রীদের বাড়তি চাপ মোকাবেলায় আগামী ১৫ জুলাই যশোর, রাজশাহী ও সৈয়দপুরে ‘বিশেষ-অতিরিক্ত’ ফ্লাইট পরিচালনা করা হবে।উক্ত সময়ে ঢাকা থেকে যেকোনো অভ্যন্তরীণ গন্তব্যে সময়ভেদে ২০০ থেকে ৫০০ টাকা হ্রাসকৃত ভাড়ায় ভ্রমণ করা যাবে। অনুরূপ, অভ্যন্তরীণ যেকোনো গন্তব্য থেকে ঢাকা আসতে এক হাজার টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়েছে। তিনি বলেন, অনলাইনে টিকিট কেনার পদ্ধতি চালু থাকার পরও দালালরা এক শ্রেণির অসাধু বিমান কর্মকর্তা কর্মচারীর সহায়তায় টিকিট কালোবাজারি করেছে কথাটি ঠিক না। অনলাইনে কালোবাজারির সুযোগ নেই। কেউ যদি তার পরিবার সদস্যদের জন্যে একের অধিক টিকিট ক্রয় করেন সেটি বিচ্ছিন্ন বিষয়। তবে এ পর্যন্ত টিকিট পায়নি কেউ এমন অভিযোগ করেনি তাদের কাছে।আরএম/বিএ/পিআর