ব্রিটেনে শিগগিরই নিষিদ্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপসহ বেশ কিছু জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন। ব্রিটেন সরকার একটি ‘বিতর্কিত’ আইনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। সংকেতায়িত (এনক্রিপ্টেড) তথ্য আদান-প্রদান করাকে অবৈধ ঘোষণা করে এই আইন জারি করা হবে। যেহেতু হোয়াটসঅ্যাপ, আইমেসেঞ্জার এবং স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশন এনক্রিপ্টেড তথ্য আদান-প্রদান করে, সুতরাং এই অ্যাপ্লিকেশনগুলো এই নিষেধের আওতায় পড়বে। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ বিষয়ে বলেছেন, “আমার দেশ কি এমন কোনো বার্তার আদান-প্রদান অনুমোদন করবে যা আমরা পাঠ করতে পারবো না? আমার উত্তর হলো- না”! সহিংসতাকারীরা এসব অ্যাপ্লিকেশনের সুবিধা নিয়ে সন্ত্রাস ঘটাতে পারে এই দোহাই দিয়েই মূলত এই আইন পাশ করা হচ্ছে। ‘স্নুপারস চার্টার’ নামের এই বিতর্কিত আইনটি এই হেমন্তেই পাশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।এসআরজে