দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি ও আলোচনা সভা

`নারী ও শিশু সবার আগে, বিপদে দুর্যোগে প্রাধান্য পাবে` এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসন কর্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেসক্লাবে এসে শেষ হয়।পরে আলোচনা সভায় পরিবার পরিকল্পনার উপ-পরিচালক তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, উপজেল নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক। রবিউল এহ্সান রিপন/এসএস/আরআইপি