দেশজুড়ে

পার্বতীপুরে পিকআপ ভ্যানচাপায় নিহত ২

দিনাজপুরের পার্বতীপুরে পিকআপ ভ্যানচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর-রংপুর সড়কের ঝ্যাল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পার্বতীপুর উপজেলার পূর্ব হুগলিপাড়া গ্রামের মমতাজ আলীর (৫০) পরিচয় পাওয়া গেছে। আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ইজিবাইকটি পার্বতীপুর উপজেলার জমিরহাট থেকে ৬/৭ জন যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে আসছিল। পথে রংপুরগামী দুধবাহী একটি পিকআপ ইজিবাইকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস