নাটোরের লালপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরজ আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মোহরকয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আরজ আলী ওই গ্রামের মৃত সোবহান হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, সম্প্রতি মোহরকয়া বাজারে আরজ আলীর সঙ্গে আশরাফুল ইসলামের বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে মতোবিরোধ এবং তর্কাতর্কি হয়। আজ সকালে আরজ আলী খেজুরের রস সংগ্রহ করে আশরাফুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সময় আশরাফুল ইসলাম আরজ আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আরজ আলীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস