সাতক্ষীরা সদরের ভারতীয় সীমান্তের নদী থেকে এক বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
ইছামতি সীমান্ত দিয়ে অবৈধ্য পথে ভারতে যাওয়ার সময় কাঁটাতারের সঙ্গে সংযুক্ত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত ওবায়দুল্লাহ (১৮) দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামের ওদুদ গাজীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত কয়েকদিন আগে অভাবের তাড়নায় ভারতের তামিলনাড়ুতে কাজের জন্য যায় ওবায়দুল্লাহ। ইছামতি সীমান্ত দিয়ে চোরাই পথে নদী সাঁতরে ভারতে পাড়ি দেয় সে। এ সময় ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় তার। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ওবায়দুল।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সদরের সমীন্তবর্তী হাড়দ্দহ এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস