দেশজুড়ে

বিএমএ বরিশাল জেলার সভাপতি ইসতিয়াক সম্পাদক শাহিন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখায় নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্যানেল।

এবারে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. ইসতিয়াক হোসেন ও সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন ডা. মো. মনিরুজ্জামান শাহিন।

রোববার দুপুর ১২টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার আধ্যাপক ডা. মানবেন্দ সরকার।

তিনি জানান, বিএমএ ২০১৮-১৯ এর কার্যনির্বহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান ও শের-ই- বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ মাকসুমুল হক।

এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন- ডা. এজেএম এমরুল কায়েস, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. শাহ মো. ফজলে রহমান খান, দফতর সম্পাদক ডা. সোভন বাড়ৈ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ডা. এমডি জাহিদ হাসান, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ডা. সিরিন সাবিহা তন্নি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. এমডি বখতিয়ার আল মামুন।

পাশাপাশি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- ডা. মু. কামরুল হাসান সেলিম, ডা. হাওয়া আখতার জাহান, ডা. শিখা রানী সাহা, ডা. এসএম সারওয়ার, ডা. বিপ্লব কুমার দাস, ডা. মাহবুব মোর্শেদ রানা, ডা. সুদিপ কুমার হালদার, ডা. নূরুন্নবী তুহিন, ডা. নাহিদ হাসান ও ডা. মো. মশিউর রহমান।

নির্বাচন কমিশনার ডা. মানবেন্দ সরকার বলেন, এ বছরের নির্বাচনে শুধুমাত্র একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছে। গত ১৭ ডিসেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পদ ব্যতিত প্রতিটি পদে একাধিক মনোনয়নপত্র জমা পড়ে। ওই দিন এ প্যানেল থেকেই ২৩টি পদের বিপরীতে ৪৭টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল। পরে ২৩ ডিসেম্বর ২৪টি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় স্বাচিপ। ফলে প্রতিটি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

সাইফ আমীন/এএম/জেআইএম